মেঘলা দিন, অন্ধকার ঘর আর একটা পুরনো কাঠের চেয়ার।
ছায়ায় ঘেরা টিনের চালে, দিনভর ঝিরিঝিরি বৃষ্টি।
বাইরে, একটু পরপর আকাশ ডেকে উঠছে।
তুমি শান্ত-স্নিগ্ধ গলায় বললে, আপনি কি শুনতে পাচ্ছেন?
বলেই গাইতে শুরু করলে—
বাদল দিনের প্রথম কদম ফুল!
বৃষ্টি একটু বাড়লে, তোমার সে কী বায়না!
ভিজতে হবে তোমাকে নিয়ে।
উঠোনে তোমার আপ্লুত বিভোর মুখে চেয়ে,
পৃথিবীটাকে খুব নতুন মনে হয়।
রাত হলেই, নতুন চালের ধোঁয়া ওঠা গরম ভাত।
আর সাথে তোমার হাতে যত্নে মাখা ডিম ভর্তা।
আহা! আমাদের যেন জীবনে আর কিছু চাওয়ার নেই।
জীবনের সব সুখ যেন, আমাদের ছোট্ট ঘরে আটকে আছে।
বাইরে এখনো বৃষ্টি পড়ছে।
আমি জানালার ফাঁকে দূর দিগন্তে চেয়ে ভাবছি—
জীবনটা, এমন হলেও তো পারতো!